Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
7 arrested for stealing electrical equipment worth half a crore rupees in Tarakanda
Details

ময়মনসিংহের তারাকান্দায় বিপিডিবি’র পুরাতন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটিসহ অর্ধকোটি টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার খেড়–য়াজানি গ্রামের মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হক, ভিটি বাড়ী গ্রামের আলম শেখের ছেলে মেহেদী হাসান, ঘোষবাড়ী গ্রামের মনসুর মিয়ার ছেলে সাগর মিয়া, দিগালগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. আশিক মিয়া, শামপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে লিমন মিয়া, পশ্চিম পলশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মফিজুল ইসলাম, তারাকান্দা উপজেলার খামার বাজার এলাকার আ. ছালামের ছেলে রুবেল মিয়া।

তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেছেন আবাসিক প্রকৌশলী (সহ. প্রকৌ.) হালুয়াঘাট বিদ্যুৎ সরবরাহ বিউবো, ময়মনসিংহ এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ফুলপুর থানাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ, বিপিডিবি-র সহকারী প্রকৌশলী নিরঞ্জন কু-। গত মঙ্গলবার দিনগত রাতে থানায় মামলাটি দায়ের করেন তিনি। আটককৃতদের মামলা দায়েরের পর গতকাল বুধবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সজীব চন্দ্র দাস জানান, ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ হতে তারাকান্দা থানাধীন মধুপুর কমিনিউটি সেন্টার পর্যন্ত ৩৩ কেভি একটি অব্যবহৃত লাইন আছে। উক্ত লাইনের পাশে সরকারি ভাবে নতুন করে আরেকটি বৈদ্যুতিক লাইন নির্মাণ করে বিদ্যুৎ সরবরাহ করায় ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ হতে তারাকান্দা থানাধীন মধুপুর কমিনিউটি সেন্টার পর্যন্ত ৩৩ কেভি লাইনটি অব্যবহৃত অবস্থায় ছিলো। সরকারি ভাবে সিদ্ধান্ত না হওয়ায় লাইনটি খোলা হয়নি। সে লাইনের ১৫ মিটারের ২টি স্টীলপুল, ৬টি লেটিস টাওয়ার, ২টি সেকশন টাওয়ার, ৩.৩ কিলোমিটার মারলিন তার, ১০৮টি ৩৩ কেভি ডিস্ক, ২৭টি ৩৩ কেভি পিন ইনসুলেটর, ৬টি ৩৩ কেভি ক্রসআমসহ বৈদ্যুতিক সঞ্চালনায় ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম চুরি হয় বলে অভিযোগ দায়ের করেছেন বিপিডিবি-র সহকারী প্রকৌশলী নিরঞ্জন কু-ু। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪৯ লাখ ৯২ হাজার টাকা।


তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যপারে আইনগত প্রক্রিয়া চলমান।

Images
Attachments
Publish Date
03/10/2024
Archieve Date
24/01/2026



ফটোগ্যালারি